বছর ১২-র নাবালিকার আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। শোকের ছায়া পরিবার-সহ গোটা পাড়ায়।
ঘটনাটি ঘটেছে পাঁচভায়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রের খবর , মৃত ওই কিশোরীর নাম লাকাঁহি বাউরি, বয়স ১২ বছর। বাবা একজন মিষ্টি ব্যবসায়ী। জানা যায়- মৃতার মা ৬ বছর আগেই মারা গেছেন। তারা ৩ বোন। বড় ২ বোনের বিয়ে হয়ে গেছে। পরিবারে বাবা ও মেয়েই বসবাস করত।
সূত্রের খবর, প্রতিদিনের মতোই বুধবার তিনি কাজের উদ্দেশে বেড়িয়ে পড়েন সকাল সাড়ে ১০ টা নাগাদ। মেয়ে বাড়িতে একাই থাকে। সন্ধ্যাবেলা বাবা বাড়ি ফিরে এসে মেয়েকে শোবার ঘরে ফাঁসি লাগা অবস্থায় ঝুলতে দেখেন। তড়িঘড়ি স্থানীয়দের সহায়তায় মৃত নাবালিকাটিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই এমার্জেন্সি বিভাগে থাকা কর্তব্যরাত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে এখন প্রশ্ন ঠিক কি কারনে নাবালিকা আত্মহত্যার পথ বেছে নিল। পুরো ঘটনায় পরিবার-সহ স্থানীয়দের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি করেছে ।