চাকরির দাবিতে অনশনে বসা যুবক যুবতীদের বৃহস্পতিবার পুলিশ এসে উঠিয়ে দেওয়ার প্রতিবাদে শুক্রবার রায়গঞ্জের বকুলতলায় যৌথ উদ্যোগে ধিক্কার সভা করলো নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন উপস্থিত সংগঠনের শিক্ষক শিক্ষিকা রা রাজ্য সরকারের দুর্নীতি ও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে সরব হয়েছিলেন এদিন। যদিও গতকাল প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান জানিয়েছেন এনারা দুবার ইন্টারভিউ তে ডাকা হলেও পাস করতে পারেন নি, তার এই বক্তব্যের পর যুবক যুবতীদের এই অনশন মঞ্চ কতটা যুক্তি সঙ্গত এই বিষয়ে জানিয়েছেন নিখিল বঙ্গ শিক্ষক সমিতির সম্পাদক বিপুল মৈত্র।
রায়গঞ্জ থেকে প্রবল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।