Raiganj : এবার রায়গঞ্জের ইস্কন মন্দিরেও রাধাষ্টমীর বিশেষ আয়োজন

আরও পড়ুন

হিন্দু ধর্মে যখনই শ্রী কৃষ্ণের নাম নেওয়া হয়, তার সঙ্গে রাধা রানিকে অবশ্যই স্মরণ করা হয়। বলা উচিত রাধা ছাড়া কৃষ্ণের নাম অসম্পূর্ণ। ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধাঅষ্টমী হিসাবে পালন করা হয়। রাধা অষ্টমী রাধারাণীর আবির্ভাব তিথি। বৈষ্ণব সমাজে মহাসমারোহে উদযাপিত হয়ে আসছে। ।

প্রসঙ্গত,রবিবার রাধাষ্টমী উপলক্ষে রায়গঞ্জের দেবীনগর কান্তনগরের বৈষ্ণব ধর্মাবলম্বী ইস্কন মন্দিরে রাধারাণীর জন্মতিথিকে মহা সাড়ম্বরে পালন করা হলো। এদিন মন্দির প্রাঙ্গনে ভক্তদের ভিড় নজর কারা ছিল সঙ্গে নিত্যদিনের মতোই আজও রাধারাণীর বিশেষ ভোগ সেবনের আয়োজন করেছে মন্দির উদ্যোক্তারা। সারাদেশের সঙ্গে সঙ্গে এদিন রায়গঞ্জের দেবীনগর কান্তনগর লাগোয়া ইস্কন মন্দিরেও রাধাষ্টমী ধুমধাম করে পালিত হয়।

রায়গঞ্জ ইস্কন মন্দির থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close