পঞ্চায়েত কার্যালয় বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন সাধারণ মানুষেরা। প্রায় ১৫ দিন থেকে বন্ধ রয়েছে পঞ্চায়েত অফিস। ফলে কাজ সম্পূর্ণ না করেই ফেরত যেতে হচ্ছে সাধারণ মানুষদের।
গত ৩০ মে রায়গঞ্জ বিধায়কের সঙ্গে টেন্ডারের কাজ নিয়ে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে বচসার সৃষ্টি হয়। তার জেরেই পঞ্চায়েত সদস্যরা অনির্দিষ্ট কালের জন্য পঞ্চায়েত অফিস বন্ধ করে রেখেছেন বলে অভিযোগ।