Raiganj : আগামী দিনে আরও রেলগাড়ি বৃদ্ধি করা আমাদের লক্ষ্য, মন্তব্য সাংসদের

আরও পড়ুন

বর্তমানে ছয় জোড়া রেলগাড়ি চলাচলের কারনে শহরজুড়ে যানবাহন চলাচল ৬ ঘন্টা বন্ধ থাকছে। যার জেরে সমস্যায় ভুগছেন নিত্যযাত্রীরা। এই সমস্যা সমাধানের জন্য বুধবার সকাল ১১টা নাগাদ উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি দল আসেন উড়ালপুল নির্মাণের পরিদর্শনের জন্য। এদিন রেল স্টেশনে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন-এর সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী, রায়গঞ্জ এর বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ আরও অনেকেই। এদিন সাংসদ দেবশ্রী চৌধুরী ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি দলের সঙ্গে উড়ালপুল সহ একাধিক সমস্যার কথা জানান। এছাড়া তিনি জানান আগামীতে আরও রেল চলাচল বৃদ্ধি করারও লক্ষ্য রয়েছে।

রায়গঞ্জ থেকে প্রবল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close