বৃহস্পতিবার সকালে রায়গঞ্জ রেলস্টেশনে সুব্রতকাপ বিজয়ী ফুটবল খেলোয়াড়দের ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা জানানো হবে। বুধবার সন্ধ্যায় বিদ্যাচক্র স্কুলের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত সুব্রত মুখার্জি কাপ ২০২৩ খেলায় ১-০ গোলে জয়লাভ করল উত্তর দিনাজপুরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুল। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে তারা উত্তর ২৪ পরগণার আচার্য প্রফুল্ল চন্দ্র হায়ার সেকেন্ডারি বয়েজ স্কুলকে পরাজিত করে। রাজ্য স্তরের প্রতিযোগিতায় উত্তরবঙ্গের এই বিদ্যালয়টি ৬২তম সুব্রত কাপ খেলায় জয়লাভ করায় খুশি তামাম উত্তরবঙ্গের মানুষ।
ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।