Raiganj: নবমীর আনন্দেও বাধ সাধছে বৃষ্টি, পুজো দেখা নিয়ে গালে হাত দর্শনার্থীদের

আরও পড়ুন

মাত্র দু’বছর আগের চেনা ছবির সঙ্গে নবমী পুজোর দিন উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জের মানুষ প্রত্যক্ষ করলেন এক সাদৃশ্য। বিগত ২০২০ সালে করোনা-উত্তর পরিস্থিতিতে মানুষ ভয়ে ভয়ে নানান মন্দিরে পা রাখতেন। এবার বৃষ্টি, জল- কাদাকে সঙ্গী করে অত্যন্ত সন্তর্পনে পা ফেলছেন প্রতিটি না দেখা পুজোর মন্ডপে। দু’বছর আগের করোনার মত চলতি বছর নবমীর দিন দুপুরে বৃষ্টিকে সঙ্গী করেই অনেকটা একই ঢঙে মন্দিরে পা রাখছেন মানুষ।

অন্যদিকে মন্দিরেতে বাজছে ঢাক, রেন পাইপ ফেটে পড়ছে ছাউনি থেকে নেমে আসা বৃষ্টির জল, মুহূর্তে উঁকি দিচ্ছে আকাশে সূর্য। এটা শরৎ না বর্ষাকাল তা বোঝাই রীতিমতো দায় বাংলার মানুষের! দর্শনার্থীরা একরকম বাধ্য, তাই নতুন পোশাক পড়ে জলকাদা ভেঙে কর্দমাক্ত হয়ে ভিড় করছেন মাতৃদর্শনের লক্ষ্যে মন্দিরে মন্দিরে। বুধবার নবমীতে রায়গঞ্জ শহরের এ এক চেনা ছবি।

বেলা দুটোয় যদি এই হাল হয়, রাতের বেলায় আলোকশয্যায় সজ্জিত মন্দিরগুলিতে পুজো দেখতে বার হতে পারবেন কিনা মানুষ তাই ভাবাচ্ছে দর্শনার্থীদের।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close