Raiganj : সড়ক শুনশান, তাপমাত্রার পারদ ৩৬ ডিগ্রিতে ঠায় দাঁড়িয়ে

আরও পড়ুন

কিছুতেই নামছে না তাপমাত্রার পারদ। প্রায় সাত দিন যাবত খায় দাঁড়িয়ে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। সঙ্গত কারণেই তীব্র দাবদাহে খদ্দেরবিহীন রায়গঞ্জ শহর। তাই মাসের মাঝামাঝিতেও প্রখর রোদের তাপের কারনে বাজারে ক্রেতা নেই। রোদের তাপে রায়গঞ্জের রাজপথ ফাঁকা। বৃষ্টির দেখা নেই, তার ওপর জাঁকিয়ে বসেছে রায়গঞ্জের ১৩ নম্বর কামালাবাড়ি (১) অঞ্চলে মুহুর্মুহু লোডশেডিং। ঘন ঘন লোডশেডিং এর ফলে দৈনিক ভুগছেন শয়ে শয়ে মানুষ। আবহাওয়া দফতর থেকে বৃষ্টির জন্য আগাম পূর্বাভাসও মিলছে না। ফলে গরমে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র-ছাত্রী মায় ব্যবসায়ীদের অবস্থাও করুণ। কোনও জরুরি কাজ ছাড়া সাধারণ মানুষ বাড়ি থেকে বার হচ্ছেন না। সকলেই চাতক পাখির মতো চেয়ে আছেন বৃষ্টির জন্য।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close