Raiganj : গরম, সকালে স্কুলের দাবি পড়ুয়াদের

আরও পড়ুন

ভরা আষাঢ় মাসেও বৃষ্টির দেখা নেই। তীব্র তাপপ্রবাহ চলছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। এই পরিস্থিতিতে বিদ্যালয়ে গিয়ে চরম সমস্যার মধ্যে পরতে হচ্ছে পড়ুয়াদের। স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে ছাত্র-ছাত্রীরা। স্বাভাবিক কারনেই সকালের শিফটে স্কুল চালুর দাবী জানিয়েছে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের পাশাপাশি অভিভাবকেরাও।

প্রসঙ্গত, প্রায় দুমাস গ্রীষ্মের ছুটির পর পঠন পাঠন শুরু হয়েছে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে। কিন্তু এই ভরা আষাঢ় মাসেও বৃষ্টির দেখা নেই। তীব্র তাপপ্রবাহ জ্বলছে উত্তরবঙ্গের একাধিক জেলা। দিনের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৩৭ থেকে ৪০ ডিগ্রীর মধ্যে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা জনিত অস্বস্থি। এই পরিবেশে দিনের বেলায় লোক চলাচল কমে গিয়েছে রাস্তা ঘাটে। তবে এই প্রচন্ড গরমে স্কুলে গিয়ে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। প্রায় প্রতিদিনই বিভিন্ন জায়গায় স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পরছে তারা। স্বাভাবিক কারনেই স্কুল গুলিতে কমছে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার। ঘনঘন লোডশেডিং এর জেরে বেশ কিছু স্কুলে পঠনপাঠন চলছে গাছতলায়। প্রচন্ড গরমে স্কুলে আসার অসুবিধের কথা জানিয়েছে পড়ুয়ারা। বিভিন্ন স্কুলের শিক্ষকেরা জানিয়েছেন এই প্রচন্ড গরমে প্রায় প্রতিদিন ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পরছে। স্কুলে উপস্থির হার ক্রমশ কমছে। এই পরিস্থিতিতে সকালে পঠন পাঠন শুরু করা প্রয়োজন।

ইতিমধ্যেই দাবি উঠেছে স্থানীয় স্তরে আবহাওয়ার কথা মাথায় রেখে ছুটি ঘোষণার অন্যদিকে জেলা শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে পরিস্থিতির কথা রাজ্যস্তরে জানানো হয়েছে। পর্ষদ থেকে এখনো কোনো নির্দেশ আসে নি। নির্দেশ এলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ফোর্টিন টাইম লাইন, রায়গঞ্জ

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close