Raiganj : পাঁচ কাঠা জমি দান করে কুকুরদের জন্য শেল্টার হাউস নির্মিত

আরও পড়ুন

” জীবে প্রেম করে যেই জন, সেইজন সেবিছে ঈশ্বর ” স্বামী বিবেকানন্দের এই বাণীকে পাথেয় করে রায়গঞ্জে অবসরপ্রাপ্ত বৃদ্ধ পথ কুকুরদের আশ্রয়স্থল নির্মিত হ’ল। রায়গঞ্জ শহর সংলগ্ন মাড়াইকুড়া গ্রামের বাসিন্দা ভীম নারায়ণ মিত্র, নিজের পাঁচ কাঠা জমির উপর তৈরি করেছেন অসুস্থ ও প্রতিবন্ধী কুকুরদের জন্য”শেলটার হাউস “। সেখানে অসুস্থ প্রতিবন্ধী কুকুরদের চিকিৎসা ও খাওয়ানোর ব্যাবস্থা করেছেন ৭২ বছরের পশুপ্রেমী বৃদ্ধ ভীম নারায়ণ মিত্র। এছাড়াও প্রতিদিন নিয়ম করে দু’বেলা পথ কুকুরদের খাবার দেন তিনি। শুধু কুকুরদের খাবার দেওয়া এবং যত্নই নয়, কুকুরদের আশ্রয়স্থলেই মাটির হাড়িতে করে রেখেছেন পাখিদের আহারের জলও। প্রায় প্রতিদিনই সন্ধ্যার আগে আগে ক্লান্ত পাখিরা এসে জল পান করে ভীম নারায়ণ বাবুর ‘শেলটার হাউসে’।

নারায়ণবাবু ২০১০ সালে কেন্দ্রীয় সরকারের অডিট ডিপার্টমেন্ট থেকে অবসর নেওয়ার পর পথ কুকুরদের উপর সাধারণ মানুষের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে পশুপ্রেমী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নানান কাজ করেছেন। করোনার সময় পথ কুকুর ও রাস্তায় থাকা গবাদি পশুদের খাবার খাইয়েছেন শ্রী মিত্র। ভীম নারায়ণবাবু বলেন-পথেঘাটে অনেক অসহায় অসুস্থ প্রতিবন্ধী কুকুর রয়েছে,তাদের দেখভাল করার কেউ থাকেনা। তাই সিদ্ধান্ত নেন মাড়াইকুড়া গ্রামে তাঁর পাঁচ কাঠা জমিতেই গড়ে তুলবেন পথ কুকুরদের জন্য শেলটার হাউস। যেমন ভাবনা তেমনি কাজ, তাঁর শেলটার হাউসে ছ’টি কক্ষ রয়েছে। যেখানে অসুস্থ ও প্রতিবন্ধী কুকুরদের রেখে চিকিৎসা এবং খাওয়া দাওয়ার ব্যাবস্থা করেছেন তিনি। বাড়ি থেকে দু’বেলা যখনই তিনি তাঁর শেলটার হাউসে আসেন পথ কুকুরেরা তাঁর পিছু নেয়। এ বিষয়ে তিনি আর কি কি বলেছেন শুনব-

রায়গঞ্জের আরেক পশুপ্রেমী রতন দে বলেন, ভীম নারায়ণ মিত্রের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাঁর এই মহান উদ্যোগ অন্যদেরকেও অনুপ্রেরণা জোগাবে। রতন দে আর কি কি বলেছেন শুনব-

এমন এক অসাধারণ উদ্দ্যোগে খুশি রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close