এমবিএ পড়ার পরেও চাকরি মেলেনি। তাই পরিবারের অর্থনৈতিক সংকট দূর করতে বাবার কাজে লিপ্ত হন শ্যাম। পুরো নাম শ্যাম পাল। সূত্রের খবর, শ্যাম পালের বাড়ি রায়গঞ্জের দেবীনগরে।এভাবেই একের পর এক পাথরের মূর্তি তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছেন সারা রাজ্যের মানুষকে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত পাথরের মূর্তি তৈরি করেন শ্যাম পালের বাবা গৌর পাল। তাঁর এই হাতে বানানো পাথরের মূর্তি রাজ্যবিখ্যাত। এমনকি রাজ্যের বাইরেও যায় তাঁর হাতে নির্মিত বিভিন্ন মূর্তি। গৌরবাবু একজন রাজ্য সরকার অধিগৃহীত পরিবহণের কর্মী ছিলেন। চাকরি থেকে অবসরের পর তিনি সম্পূর্ণভাবে মূর্তি তৈরির কাজে মনোযোগ দেন । তাঁর এই অবসর জীবনে তাঁরই দেখানো পথে হেঁটেছেন তাঁর বড় ছেলে শ্যাম পাল। তিনি এম বি এ করেছেন, অথচ তার মন মূর্তি তৈরির দিকেই যায় বলে শ্যামবাবু জানিয়েছেন।