বৃহস্পতিবার উত্তর দিনাজপুর প্রাথমিক শিক্ষা দফতরের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে, পূর্ব নির্ধারিত ক্রমাঙ্ক এবং দিনাঙ্ক অনুযায়ী প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের গৃহ শিক্ষকতা কঠোরভাবে নিষিদ্ধ। এমন অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের ডিআই অফ স্কুলস-এর পক্ষ থেকে সমস্ত এস আই অব স্কুলস-দের অফিসে নির্দেশিকা পাঠানো হয়েছে। এর ফলে যে সমস্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা গৃহ শিক্ষকতার কাজ চালিয়ে যাচ্ছিলেন তাদের পক্ষে বিষয়টি বিড়ম্বনার হয়ে দাঁড়ালো। সেইসঙ্গে সমস্যায় পড়বেন অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা।
Raiganj: প্রাথমিক শিক্ষক -শিক্ষাকর্মীদের গৃহশিক্ষকতা বনধে কড়া ফতোয়া
- Advertisement -