Raiganj: ম্লান হতে হতে লুপ্ত হয়ে গেছে বাহিন জমিদার বাড়ির পুজো

আরও পড়ুন

বাহিন জমিদারবাড়ির সুপ্রাচীন পুজো দেখতে একটা সময় বহু মানুষের ভিড় হতো। সেসব দিন এখন অতীত। বাহিন জমিদারবাড়িতে আর দুর্গা পুজো হয় না। গ্রামবাসী বা জমিদার বাড়ির কোন বংশধরেরা এই পুজোটিকে টিকিয়ে রাখেন নি। এখন জমিদার বাড়ির সামনে যে পুজুটি দেখা যায় সেটি সার্বজনীন দুর্গা পুজো। এই পুজোটি আগে অন্য জায়গায় হলেও বর্তমানে জমিদার বাড়ির পাশেই হয় তাই অনেকেই এটিকে জমিদার বাড়ির পুজো বলেই মনে করেন, এমনই জানিয়েছেন পূজোর কমিটির সদস্য। তবে পুজো প্রাঙ্গনে দেখা গেল ছোট ছোট কিছু খাবার খেলনার দোকান।

স্থানীয় লোকজন, বাচ্চাদের মধ্যে পুজো ঘিরে উচ্ছ্বাস যেমন চোখে পড়ে তেমনি দেখা গেল শহরাঞ্চল থেকেও কিছু মানুষ পুজো দেখার পাশাপাশি জমিদার বাড়ি লাগোয়া নদী তে নৌকা বিহারে আনন্দ উপভোগ করতে গেছেন।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close