আখের রস বিক্রেতাকে কার্যত খুন-ই করা হয়েছে, মানছে পুলিশও। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির শেরপুর গ্রাম পঞ্চায়েতের বি এস এফ ক্লাব সংলগ্ন গোবিন্দপুর এলাকায়। ঘটনার খবর যায় রায়গঞ্জ থানায়। তড়িঘড়ি ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ থানা ও কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়।
পুলিশ সূত্রের খবর , মৃত ওই আখের রস বিক্রেতার নাম মাধব সরকার বয়স ৩৬ বছর। বাড়ি রায়গঞ্জ থানার সাতলী গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগ্রাম বড়তলি এলাকায়। মৃতের শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। মৃতের ভাই বিনয় সরকারের অভিযোগ – ‘রায়গঞ্জ থানার কর্ণজোড়া ফাঁড়ির শেরপুর গ্রাম পঞ্চায়েতের বি এস এফ ক্লাব সংলগ্ন গোবিন্দপুর এলাকায় মৃতদেহ পড়ে থাকতে দেখি, আমাদের সন্দেহ আমার দাদাকে কেউ বা কারা খুন করেছে ”।
উল্লেখ্য, পরিবার সূত্রে জানা গেছে -মৃত ওই আখের রস বিক্রেতার স্ত্রী রুপা সরকার বছর তিনেক আগে তার দুই নাবালককে ছেড়ে উত্তর প্রদেশে গিয়ে অন্য একজনকে বিয়ে করেন। বর্তমানে ওই দুই নাবালকের বয়স যথাক্রমে ৭ ও ৯ বছর। বর্তমানে তারা ঠাকুরদা,ঠাকুরমার কাছেই রয়েছে। মাধববাবুর আয়ের উপর ভিত্তি করেই সেই সংসার চলত। মৃতের বাবা সন্তোষ সরকার বলেন, -আমার ছেলেকে যারা খুন করেছে তাদের উপযুক্ত শাস্তি চাই। এদিকে শেরপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণ রায় জানান – আপাতদৃষ্টিতে দেখতে গেলে মাধব সরকারকে খুন-ই করা হয়েছে।
পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ – আমাদের সন্দেহ মৃত আখ বিক্রেতাকে প্রথমে ফুটন্ত গরম জল অথবা অ্যাসিড জাতীয় কিছু ঢেলে খুন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। ইতিমধ্যেই পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।