পথ দূর্ঘটনায় দুটি পা অকেজ। চলাফেরা করতে পারতেন না রায়গঞ্জ ব্লকের ৮ নম্বর বাহিন গ্রাম পঞ্চায়েতের গোয়াবাড়ি এলাকার বাসিন্দা মোজিবুর রহমান। দীর্ঘ ২৫ বছর ধরে তার দুটি পা ভেঙে অকেজ অবস্থায় বাড়িতে ছিলেন। পেশায় তিনি হোটেলের রাধুনি ছিলেন।
পঁচিশ বছর আগে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে পথ দূর্ঘটনা হয় মোজিবুরের। তারপর থেকে আস্তে আস্তে দুটি পা অকেজ হয়ে পরে তার। বর্তমানে মোজিবুরের চলাফেরা এখন বন্ধ। গতকাল শঙ্করপুরে ইফতার পার্টিতে মোজিবুর রহমান গিয়েছিলেন। সেখানে তার এই অবস্থা দেখতে পান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। তড়িঘড়ি করে মোজিবুরের জন্য বিধায়ক কৃষ্ণ কল্যানী তার বাড়িতে নিজে গিয়ে একটি হুইল চেয়ার দেন। এই চেয়ার পেয়ে খুশি মোজিবুর এবং তার স্ত্রী হাসিনা খাতুম।