Raiganj: তক্ষকসহ দুই ব্যক্তি আটক হেমতাবাদে, তোলা হবে আদালতে

আরও পড়ুন

বিরল প্রজাতির তক্ষক উদ্ধার উত্তর দিনাজপুরের হেমতাবাদে।গোপন সুত্রে খবরের ভিত্তিতে একটি তক্ষক-সহ ২ ব্যক্তিকে আটক করল রায়গঞ্জ বিভাগীয় বনবিভাগ। জাহিদ আলি ও মাধব চন্দ্র রায় নামের ওই দুই যুবককে হেমতাবাদের টিটিহি গ্রাম থেকে আটক করেন বনবিভাগের কর্মীরা। বনবিভাগ সুত্রে আরও জানা গিয়েছে- প্রাথমিকভাবে তদন্তকারী আধিকারিকরা জানতে পারছেন, তক্ষকটি উত্তর বাংলাদেশের পাহাড়ি এলাকা থেকে সীমান্ত পার করে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে ওই তক্ষকটিকে চিন দেশে পাচারেরই উদ্দেশ্য ছিল ওই পাচারকারী দলটির। তক্ষক পাচারের সঙ্গে জড়িত আটক দুই ব্যক্তিকে বুধবার রাতে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশি হেফাজতে রাখে বনবিভাগের আধিকারিকরা। ধৃত দুই ব্যক্তির বাড়ি হেমতাবাদ এলাকায়। বৃহস্পতিবার ওই দুই ব্যক্তিকে বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী আদালতে পেশ করার জন্য প্রয়োজনীয় নথি প্রস্তুত করেছে বনবিভাগের আধিকারিকরা।

রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট , টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close