উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়কে ৫০ লক্ষ টাকা দিল দিল্লির ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা আই সি এম আর। সার্জিক্যাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ও তার প্রতিকার নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হ’ল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সি মেমোরিয়াল হল-এ।
এদিন ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজির উদ্যোগে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ এর সহযোগিতায় সার্ভিকাল ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ও তার প্রতিকার নিয়ে আলোচনা হল। উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আর্টসের ডিন প্রফেসর দীপক কুমার রায়, অ্যাসোসিয়েট প্রফেসর এবং ইংলিশ ডিপার্টমেন্টের হেড ডক্টর সংযুক্তা চট্টোপাধ্যায়, অ্যাসোসিয়েট প্রফেসর ও মাইক্রোবায়োলজির হেড ডক্টর পি কে দাস মহাপাত্র, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ডক্টর দুর্লভ সরকার ও মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের এসিস্ট্যান্ট প্রফেসর সুদীপ মুখোপাধ্যায় ও মাইক্রো বায়োলজি ডিপার্টমেন্টের কনভেনার প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র জানা। প্রদীপ প্রজ্বলন ও সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উত্তরীয় ও পুস্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় সমস্ত অতিথি অভ্যাগতদের। এদিনের আলোচনা সভায় ছাত্রছাত্রীদের উপস্থিতি ও মনোযোগিতা ছিল লক্ষ্য করার মতো। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে এরকম একটি সচেতনতা মূলক আলোচনা সভা হওয়ায় ছাত্রছাত্রীদের পাশাপাশি যথেষ্ট খুশি শিক্ষক ও শিক্ষাকর্মী বৃন্দ। তবে উপস্থিত নারীদের বক্তব্য- বিষয়টি যথাযথভাবে পালিত হলে বহু মায়েরা উপকৃত হবেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিনবাংলা ।