Uttar Dinajpur : বর্ষায় নরক যন্ত্রণার আধার রায়গঞ্জের এফসি আই মোড়

আরও পড়ুন

রায়গঞ্জের অন্যতম ব্যস্ততম স্থান এফ সি আই মোড়। রায়গঞ্জ পুর এলাকার মধ্যে এই জায়গাটির মাঝ বরাবর মূল রাস্তা হিসেবে গেছে জাতীয় সড়ক এবং তারই পাশাপাশি এটি একটি চার মাথার মোড়। সকাল থেকেই এই রাস্তায় যে ব্যস্ততা থাকে তুঙ্গে তা বলাই বাহুল্য। কিন্তু সেচ দফতরের ঢিল ছোড়া দূরত্বে এই জায়গায় জাতীয় সড়কের পাশে বৃষ্টি হলেই জমে যায় জল। যে রাস্তা দিয়ে অনবরত চলাচল করে মালবাহী বড় বড় লরি, স্কুলের বাস, অসংখ্য যানবাহন এমনকি সাধারণ মানুষও। জাতীয় সড়কের মাঝে পায়ে হেঁটে পথ চলার জন্য তৈরি করা হয়েছে ফুটপাথ, আর সেই ফুটপাথের পাশ বরাবর জমেছে জল আর আবর্জনা। দুপাশে গাড়ি গেলে অসুবিধায় পড়ছে ছোট যানবাহনগুলি। এতে একদিকে যেমন দুর্ঘটনার প্রবণতা বাড়ছে, ঠিক তেমনি অসুবিধায় পড়ছেন পার্শ্ববর্তী দোকানদাররাও। গাড়ি জোরে যাওয়ার সঙ্গে সঙ্গে জল ছিটিয়ে পড়ছে তাদের দোকানেও। দীর্ঘদিন যাবৎ এভাবেই চলছে ।প্রশাসনের নাকের ডগায় এই সমস্যা হলেও সুরাহা করার মত কেউ নেই বলে অভিযোগ।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close