Raiganj : বিরল প্রজাতির শকুন উদ্ধার

আরও পড়ুন

একটি বিরল জাতীয় পাখি উদ্ধারের ঘটনায় কৌতূহল বৃদ্ধি পেল শহরে। রায়গঞ্জ শহরের কান্তনগর এলাকায়। উদ্ধার হয় ওই বিরল জাতীয় পাখিটি। সূত্রের খবর, ওই বিরল জাতীয় পাখিটি হল শকুন। ওই এলাকায় আহত অবস্থায় কয়েকদিন ধরে শকুনটিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর পিপল ফর এ্যানিমেলস-এর সদস্যদের খবর দিলে তারা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে ওই বিরল জাতীয় পাখিটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেন।
উত্তর দিনাজপুর পিপল ফর এ্যানিমেলসের সম্পাদক গৌতম তান্তিয়া জানিয়েছেন, “এই ধরনের পাখি এখন আর দেখা যায় না বললেই চলে। আজকে আমরা রায়গঞ্জের কান্তনগর এলাকার থেকে শকুনটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিই।

ফোর্টিন টাইম লাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close