দীর্ঘদিন যাবৎ পানীয় জল না পাওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে ওয়ার্ডের বাসিন্দাদের। এমনই চিত্র লক্ষ্য করা গেল রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লিতে।
বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জল না থাকায় বারংবার বলা সত্ত্বেও জনসাস্থ ও কারিগরি বিভাগ (PHE) থেকে কোনরকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয় ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ জানিয়েছেন, জলের সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে এমনকি পূর্বেও এহেন সমস্যার সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দারা। আপাতত পানীয় জলের ট্যাংক দেওয়া হয়েছে। কিন্তু এভাবে জলের ব্যাংক থেকে কতদিনই বা জল নিবেন স্থানীয় বাসিন্দারা এমনই প্রশ্ন তুলেছেন প্রাক্তন কাউন্সিলর অরুণ চন্দ্র চন্দ্র।
এব্যাপারে P.H.E.-র অধিকর্তার সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি জানেন না বলে জানিয়েছেন। এমন ঘটনায় স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, পানীয় জল সরবরাহ দফতরের এমন গাফিলতিতে কেন ভুগবেন স্থানীয় বাসিন্দারা ? শীঘ্রই পানীয় জলের সমস্যা সমাধানের দাবি তুলেছেন রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।