রায়গঞ্জ কুলিক নদীর বাঁধের বেহাল দশা। বর্ষা শুরুর আগেই ফাটল বাঁধের বিভিন্ন অংশে। ধসে পড়ছে মাটি। চরম আতঙ্কে ভুগছেন নদী পাড়ের বাসিন্দারা। প্রবল বর্ষায় কুলিক নদী যখন দুকূল ছাপিয়ে যাবে তখন জলের তোড়ে ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে এই বাঁধের। ফলে বন্যায় প্লাবিত হয়ে পড়বে রায়গঞ্জ শহর-সহ কয়েকশো গ্রাম। বিষয়টি নিয়ে স্থানীয় পঞ্চায়েত থেকে জেলা সেচ দফতরের আধিকারিককে জানানো হয়েছে। খুব দ্রুত কুলিক নদী বাঁধের ফাটল ও ধসে যাওয়া অংশ মেরামত করার আশ্বাস দিয়েছেন জেলা সেচ অধিকর্তা।
রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ ব্লকের বিভিন্ন গ্রামকে কুলিক নদীর জলে বন্যার হাত থেকে রক্ষা করতে দীর্ঘ ১৭ কিলোমিটার নদী বাঁধ নির্মাণ করে দিয়েছিল উত্তর দিনাজপুর জেলা সেচ বিভাগ। এই বাঁধ নির্মানের পরেই রায়গঞ্জ শহর ও শহর সংলগ্ন গ্রামগুলিতে বন্যার প্রকোপ অনেকটাই কমে গিয়েছে। কিন্তু সম্প্রতি কুলিক নদী বাঁধের বেশ কিছু অংশে ফাটল এবং বাঁধের মাটি ধসে যাচ্ছে। বিশেষ করে রায়গঞ্জ শহর সংলগ্ন আবদুলঘাটা এলাকায় বাঁধে ব্যাপক ফাটল ও ধস দেখা দেওয়ায় আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দা থেকে সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা বাবুল বিশ্বাস বলেন, ”বর্ষা শুরুর আগেই কুলিক নদী বাঁধে ফাটল ও ধস দেখা দিয়েছে। খুব শীঘ্রই বাঁধ মেরামত না করলে শুধু গ্রামই নয় রায়গঞ্জ শহরেও নদীর জল ঢুকে পড়বে”।
স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য অমল মন্ডল বলেন, ”বিষয়টি নিয়ে রায়গঞ্জ ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। এছাড়াও জেলা সেচ দফতর এই কুলিক নদীর বাঁধের নিরীক্ষণ করছেন। বর্ষার আগেই এই বাঁধ মেরামত না করলে প্লাবিত হয়ে যাবে গোটা এলাকা”।
উত্তর দিনাজপুর জেলা সেচ আধিকারিক জানিয়েছেন, ”কুলিক বাঁধের ফাটল ও মাটি ধসে যাওয়ার বিষয়টি তাদের নজরে রয়েছে। খুব শীঘ্রই তা মেরামত করে দেওয়া হবে”।
Fourteen Time Line, Uttar Dinajpur