Raiganj : কচু গাছ লাগিয়ে বেহাল রাস্তার বিরুদ্ধে প্রতিবাদ বাসিন্দাদের

আরও পড়ুন

রাস্তা মেরামতের দাবিতে কচু গাছ লাগিয়ে বিক্ষোভ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডের শ্মশান কলোনিতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা মেরামতের জন্য স্থানীয় কাউন্সিলরকে জানানোর পরেও কোনও সুরাহা মেলেনি। মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা।

প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডের শ্মশান কলোনি এলাকার বাঁধের রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বৃষ্টি হলে সেই রাস্তা দিয়ে হাঁটাচলা করা যায় না। এছাড়াও, নানান সমস্যার সম্মুখীন হতে হয় এলাকাবাসীদের। কোনও মৃত ব্যক্তিকে শ্মশানে দাহ করার জন্য যাওয়া নিয়ে যাওয়ার পথে মৃতদেহ উল্টে পড়ে যায় বলে অভিযোগ। আরও অভিযোগ, এমনকি বৃষ্টির জল রাস্তা থেকে সবার বাড়িতে বাড়িতে গিয়ে পরে। তাই এদিন ক্ষিপ্ত হয়ে এলাকার বাসিন্দারা সেই রাস্তায় কচু গাছ লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন। তাদের দাবি, রাস্তা মেরামত না হলে এই রাস্তা দিয়ে কোনও গাড়ি যাতায়াত করতে দেবেন না তারা।

রায়গঞ্জ থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close