Uttar Dinjapur : নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ বাসিন্দাদের

আরও পড়ুন

নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ দেখালেন রায়গঞ্জ ব্লকের উদয়পুরের বাসিন্দারা। অবিলম্বে রাস্তা মেরামতি না হলে বাসিন্দারা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী জানিয়েছেন, আগামীকাল তিনি এলাকায় যাবেন। রাস্তা নির্মানের খারাপ হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবেন।

রায়গঞ্জ ব্লকের উদয়পুর এলাকার উদয়পুর ক্লাব থেকে উদয়পুর গার্লস হাইস্কুল পর্যন্ত রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল হয়ে পড়েছিল। বর্ষার স্থানীয় মানুষ চলাফেরা করাই অসাধ্য হয়ে পড়ে। বেহাল রাস্তা নির্মানের দাবিতে স্থানীয় বাসিন্দারা আন্দোলন করলে পঞ্চায়েত, ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন তাদের আন্দোলনকে আমল দেয় নি। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানীর কাছে স্থানীয় বাদিন্দারা রাস্তা নির্মানের দাবি জানালে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে জলনিকাশীর জন্য ড্রেন এবং ঢালাই রাস্তা নির্মানের জন্য ২৭ লক্ষ ৭৮ হাজার ৯৬২ টাকা বড়াদ্দ করেন। রাস্তা নির্মানের পর জনসাধারনের জন্য তা খুলেও দেওয়া হয়েছে। ঢালাই রাস্তা নির্মান হওয়ায় স্থানীয় বাদিন্দারা নতুন সমস্যার মধ্যে পড়েছেন। রাস্তা তৈরির নির্মান সামগ্রী ধুলো হয়ে বাড়িতে চলে যাচ্ছে। রাস্তা লাগোয়া বাদিন্দাদের সেই ধূলোতে শ্বাস নিতেই কষ্ট হচ্ছে বলে অভিযোগ। এছাড়াও রাস্তার বেশ কিছু জায়গা বসে গিয়ে ভেঙে যাচ্ছে। ১৫ দিন তৈরি রাস্তা কেন ভেঙে যাচ্ছে এনিয়ে উদয়পুরের বাসিন্দারা সরব হয়েছেন।বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা বিধায়ককে ধিক্কার জানিয়ে বিক্ষোভ দেখান। বিধায়কের দাবি রাস্তাটি দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল। বিধায়ক উন্নয়ন তহবিল থেকে ঢালাই রাস্তা এবং জলনিকাশীর জন্য ড্রেনেজের ব্যাবস্থা করা হয়েছে। রাস্তা তৈরির সময় তিনি এলাকায় গিয়ে কাজ পরিদর্শন করেছিলেন। রাস্তা চালু হবার এখন বাসিন্দারা নিম্নমানের কাজের অভিযোগ আনছে। আগামীকাল তিনি এলাকায় স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবেন। নিম্নমানের কাজ হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি এলাকার কয়েকজন ব্যাক্তি রাজনৈতিক উদ্দেশ্যেই তার নামে বদনাম করতে চাইছে বলে কৃষ্ণবাবু অভিযোগ করেছেন।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close