বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন মানুষ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ৭ নম্বর শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতের কাশেমপুর গ্রামে। এই বিক্ষোভে শামিল হয়েছেন অসংখ্য মানুষ।
সূত্রের খবর, বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয়দের এমন বিক্ষোভ অনেকটা। অভিযোগ, দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। গ্রাম পঞ্চায়েতে বারংবার জানানো সত্ত্বেও তাদের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এলাকাবাসীরা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মাঝেমধ্যে দুর্ঘটনাও ঘটতে দেখা যায়। এর প্রতিবাদে তুমুল বিক্ষোভ জানান তারা। এলাকাবাসীর দাবি, অবিলম্বে রাস্তা সংস্কার করতে হবে। এদিন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নবকান্ত বর্মন বিক্ষোভের কথা শুনে দফতরে ছুটে আসেন। তিনি বলেন, ‘গ্রামের বেশকিছু রাস্তা খারাপ আছে। যেগুলি আপাতত মেরামত করে দেওয়া হবে। পরে ফান্ড আসলে নতুন রাস্তা তৈরি হবে।’ এদিন রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।