রায়গঞ্জের রামপুর গ্রামপঞ্চায়েতের রামপুর মোড় থেকে দ্বীপনগর মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার বেহাল রাস্তার অভিযোগ তুলে বিন্দোল-রায়গঞ্জ রাজ্যসড়ক দীর্ঘক্ষণ সশস্ত্র অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১৫ বছর ধরে একই বেহাল অবস্থা রাস্তার। একাধিকবার প্রশাসনের তরফ থেকে রাস্তা করে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও রাস্তা তৈরির ব্যাপারে কোনও রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। যাতায়াতের সময় নানা রকম দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এরপরই রবিবার গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকে।
এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল অবস্থা। গ্রামবাসীদের চলাচলেও নানারকম সমস্যায় পড়তে হচ্ছে। তিন দিন সময় চাওয়া হয়েছে গ্রামবাসীদের কাছে। আপাতত চালাচলের জন্য অস্থায়ী ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি। আর যদি তিন দিনের মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়া হয় তবে পঞ্চায়েতে তালা মরার হুমকি দিয়েছেন খোদ তৃণমূলের পঞ্চায়েতে সদস্য।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।