Uttar Dinajpur: রায়গঞ্জের সোনার দোকানে পাঁচ কোটি টাকার ডাকাতি ! তদন্ত শুরু

আরও পড়ুন

রায়গঞ্জের একটি স্বর্ণবিপনী সংস্থার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল । একেবারে দোকানের ভেতরে ঢুকে সর্বস্ব লুট করল ডাকাতদলটি। রায়গঞ্জের এনএস রোডে অবস্থিত রিলায়েন্স জুয়েলস নামের দোকানে এই ডাকাতির ঘটনাটি ঘটে।সকাল সাড়ে ১১ টা নাগাদ প্রথমে দুজন ক্রেতা সেজে প্রবেশ করে এরপর ওই দুজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে ভয় দেখায়। তারপর আরও তিনজন মোট পাঁচজনের একটি দল দোকানের ভেতরে আগ্নেয়াস্ত্র নিয়ে সর্বস্ব লুট করে।একেবারে দোকান ফাঁকা করে সব অলঙ্কার নিয়ে পালিয়ে যায় ওই ডাকাত দল। দিন দুপুরে রায়গঞ্জের মত ব্যস্ততম শহরের মধ্যে অবস্থিত অলংকারের দোকানে এই ধরনের ডাকাতির ঘটনায় রীতিমত আতঙ্কিত শহরবাসী। এদিন সোনার দোকানে ডাকাতির ঘটনায় উদ্বেগে বণিক সংগঠনও। আনুমানিক ৫ কোটি টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিয়ে গিয়েছে ডাকাত দলটি বলে অনুমান কর্তৃপক্ষের। পুলিশ এসে তদন্ত শুরু করেছে । চলছে ভিডিও ফুটেজ সংগ্রহের কাজও।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইম ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close