ইন্ডিয়ান সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন (আই সি এস সি)-এর মাধমিক পরীক্ষায় ৯৮.৫ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান দখল করল সেন্ট জেভিয়ার্স, রায়গঞ্জ স্কুলের ছাত্র রূপনারায়ণ রায়চৌধুরী। স্কুলের ভাবনীয় ফলাফলে খুশি ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক -শিক্ষিকা এমনকি অভিভাবকেরাও। ফল ঘোষনার ঘোষণার পর আজই প্রথমবার রায়গঞ্জে এলেন রূপনারায়ণ।
গত ২৭ জুলাই আই সি এস সি মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়। ৯৮.৫ শতাংশ নম্বর পেয়ে উত্তর দিনাজপুর জেলায় প্রথম স্থান দখল করেন রূপনারায়ণ। এছাড়াও তিনি রাজ্যে ষষ্ঠ স্থান দখল করেছেন।
রূপনারায়ণ ফল ঘোষণার আগেই কম্পিউটার ইঞ্জিয়ারিং নিয়ে লেখাপড়া শুরু করে দিয়েছিলেন। আই আই টি পরীক্ষায় বসতে ইতিমধ্যেই কোচিং নিচ্ছেন রূপনারায়ণ। কোচিং ক্লাস ছুটি না থাকায় পরীক্ষায় অভাবনীয় ফলের পরই তিনি বাড়িতে আসতে পারেননি। রবিবার প্রথমবারের জন্য রূপনারায়ণ রায়গঞ্জে এলেন। তার এই সাফল্যে খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক- শিক্ষিকারাও। রূপনারায়ণের আইকন মহেন্দ্র সিং ধোনি। তিনি বড় হয়ে বড় ইঞ্জিনিয়ার হতে চান।
রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।