ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেছে বিদ্যুতের সংযোগ। রবিবার সন্ধ্যা থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় গরমে নাজেহাল রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের রোগী ও স্বাস্থ্যকর্মীরা। চরম বিঘ্নিত হচ্ছে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা। প্রচন্ড গরমে হাসপাতালে বিদ্যুৎ না থাকায় চরম কষ্টে ভুগছেন চিকিৎসাধীন রোগীরা। এই বিষয়ে চিকিৎসাধীন রোগিনী সিদ্দিকা খাতুন কি বলছেন শুনব-
সূত্রের খবর রায়গঞ্জ ব্লকের মহারাজা এলাকায় রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ না থাকলে অন্ধকারে ডুবে যায় গোটা হাসপাতাল চত্বর। ইতিমধ্যেই এমন খবর ‘টাইমস ফোটিন বাংলা’-য় প্রকাশিত এবং সম্প্রচারিত হয়েছে। তারই মাঝে রবিবার সন্ধ্যায় আচমকা ঝড় বৃষ্টিতে হাসপাতাল সংলগ্ন গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বর। রাতভর মোমবাতি আর মোবাইলের টর্চ জ্বালিয়ে জরুরি পরিষেবা দিতে হয় হাসপাতালের কর্তব্যরত স্বাস্থকর্মীদের। শুধু আলোই নয়, বিদ্যুৎ না থাকায় হাসপাতালে জলও নেই। সিদ্দিকা খাতুন নামে এক রোগীনি থেকে শুরু করে হোসেন আলি এবং মনসুর আলম নামে রোগীর আত্মীয়রা জানান, একটা সরকারি হাসপাতালে, গতকাল রাত থেকে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় পানীয় জল থেকে শুরু করে শৌচাগারের জলও নেই। প্রচন্ড গরমে ফ্যান না চলায় চরম কষ্টে রয়েছেন তাদের রোগীরা। রায়গঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরতা সেবিকা রবিবার সন্ধ্যায় ঝড়ে গাছ উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন। বিদ্যুৎ বিভাগে খবর দেওয়া হয়েছে। তবে চরম সমস্যায় রয়েছে হাসপাতালে চিকিৎসাধীন রোগী থেকে হাসপাতালের কর্মীরাও । এই বিষয়ে কি বলছেন রায়গঞ্জ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরতা সেবিকা শুনব-