Raiganj: বৃহস্পতিবার বিনামূল্যে চারাগাছ দেবে সবুজ বাগান

আরও পড়ুন

বৃহস্পতিবার বিকেল ৫টায় রায়গঞ্জের উকিলপাড়ার বকুলতলা মোড়ে প্রায় দেড় হাজার চারাগাছ বিনামূল্যে বিতরণ করতে চলেছে ‘সবুজ বাগান’ নামের একটি স্বেছাসেবী সংস্থা। সংস্থার এডমিন প্যানেলের পক্ষ থেকে রন্তু মিশ্র এখবর জানিয়েছেন। শ্রী মিশ্র বলেন, তাদের সংস্থার প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ও সবুজায়নের উদ্দেশ্য পূরণে চারাগাছ বিতরণ করা হচ্ছে।
রন্তুবাবু, ‘টাইমস ফোর্টিন বাংলা’-কে জানান, তারা ফুল, ফল, পাতাবাহার সাকুলেন্ট,ক্যাকটাস, সবজি-সহ বিভিন্ন চারা গাছ বিনামূল্যে তুলে দিতে চান পথচলতি মানুষের হাতে। এই সুযোগ পাবেন স্টক থাকা পর্যন্ত।

এমন মহতি অনুষ্ঠানে সবুজপ্রেমী মানুষদের উপস্থিতি কামনা করেছে সবুজ বাগান। তিনি বলেন, এডমিন প্যানেলে তিনি ছাড়াও বাকি যে সদস্যরা রয়েছেন, তারা হলেন- মিঠুন অধিকারী, জলি রায়, ইতু দত্ত, বিশ্বজিৎ রায় প্রমুখ।
এডমিন প্যানেল সদস্য রন্তু মিশ্রের কথায়-তাদের দেওয়া দেড় হাজার চারা গাছ বাঁচিয়ে তুলতে পারলে আগামীদিনে ‘গাছ লাগান, প্রাণ বাঁচান’ স্লোগানের উদ্দেশ্য সার্থক হবে। গাছ বড় হলে যেমন ফুল, ফল মিলবে ঠিক তেমনি এপৃথিবীতে আর ক’টা দিন মানুষ সুস্থভাবে ‘ফ্রেশ অক্সিজেন’ গ্রহণ করে বেঁচে থাকতে পারবেন।
পাশাপাশি রন্তুবাবু বলেন, রাস্তায় অযথা ভিড় না করে শৃঙ্খলা বজিয়ে রেখে মানুষ চারাগাছ গ্রহণ করবেন এমনটি-ই তাদের আশা। এবিষয়ে জনসাধারণের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা করেছে ,’সবুজ বাগান’ কর্তৃপক্ষ।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close