মুখ্যমন্ত্রীর উদ্বোধনের আগেই রায়গঞ্জের কর্ণজোড়ায় ‘সৃষ্টিশ্রী’ বিক্রয় কেন্দ্র পরিদর্শন করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক অরবিন্দ কুমার মীনা। তাঁর কথায়, আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য একটা উদ্যোগ নিয়েছেন। রাজ্যের প্রতিটি জেলাতে ‘সৃষ্টিশ্রী’ আউটলেট তৈরি করা হয়েছে। আমাদের এখানেও উদ্বোধনের জন্য সম্পূর্ণভাবে ‘সৃষ্টিশ্রী’ আউটলেট-টি তৈরি আছে। এখানে কেমন প্রস্তুতি নেওয়া হয়েছে তা আমরা পরিদর্শন করলাম। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দ্বারা তৈরি সামগ্রীই এখানে বিক্রি করা হবে।
রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।