উচ্চমাধ্যমিকে সাফল্যের নজির গড়ল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর। রায়গঞ্জের দেবীনগর কৈলাসচন্দ্র রাধারাণী বিদ্যাপীঠ-এর ছাত্র সম্পদ রায়। ২০২২ সালে উচ্চমাধ্যমিকে অষ্টম স্থান দখল করে রাজ্যে রায়গঞ্জের মান বৃদ্ধি করল। প্রসঙ্গত সম্পদ ৪৯১ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে রাজ্যে অষ্টমস্থান স্থান দখল করেছেন। তাঁর এই সাফল্যে খুশী সম্পদ ও তাঁর পরিবার। এবিষয়ে সম্পদ কি বলছে শুনব –
সম্পদ এর বাবা প্রভাত কুমার রায় কি বলছেন শুনব –
সম্পদের সাফল্য কামনায় ‘টাইমস ফোর্টিন বাংলা’ এবং তার দর্শকেরাও।