Raiganj: বিভিন্ন ওয়ার্ড থেকে বিদায়ী পুরপিতাকে সংবর্ধনা জ্ঞাপন

আরও পড়ুন

আজ রায়গঞ্জের ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিদায়ী রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাসকে পুরপ্রশাসকের দায়িত্ব নেওয়ার জন্য সংবর্ধণা জানালেন নেতারা। পাশাপাশি, ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা সমিতির পক্ষ থেকে পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাসকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের কাছে রায়গঞ্জ পুরসভার পুরপিতা হিসেবে যোগ্য ব্যক্তি হলেন সন্দীপ বিশ্বাস। রায়গঞ্জ পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা জানান, তাদের কাছে সন্দীপ বিশ্বাস হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি নিজের পরিবারের থেকে বেশি রায়গঞ্জ বাসিকে নিজের পরিবার বলে ভেবেছেন।

অন্যদিকে, ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের মহিলা কর্মীরা জানিয়েছেন, বিদায়ী পুরপিতা তথা পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাসকে পুরপ্রশাসক পদের দায়িত্বভার দেওয়া রায়গঞ্জবাসীর গর্বের বিষয়। তিনি আগামীতে আবার পুরপিতা পদের দায়িত্বভার গ্রহণ করবেন বলে রায়গঞ্জবাসী আশাবাদী।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close