Uttar Dinajpur : বারো ঘন্টার বনধকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড রায়গঞ্জে

আরও পড়ুন

শুক্রবারের ১২ ঘন্টা বনধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রায়গঞ্জে। অভিযোগ, বনধ চলাকালীন পুলিশ বনধ সমর্থকদের ধাক্কা মেরে ফেলে দেয়। এছাড়াও সরকারি বাস রাস্তায় নামলে বনধ সমর্থকরা গাড়ি দাঁড় করিয়ে বনধ সমর্থনের জন্য আহ্বান জানান।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজন বনধ সমর্থকদের আটক করে। এনিয়ে রায়গঞ্জ বেসরকারি বাস ষ্ট্যান্ডের সামনে উত্তেজনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, কালিয়াগঞ্জে কিশোরীকে ধর্ষণ করে খুন, পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার ১২ ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি। সকাল থেকে রায়গঞ্জে বনধ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। সকালের দু’একটি সরকারি বাস চললেও বেসরকারি বাস চলাচল করতে দেখা যায়নি। দোকানপাটও খোলেনি। দু’একটি জায়গায় সবজি বাজার খুললে বনধ সমর্থকরা তাদের বনধ পালন করার আবেদন জানান। তাদের আবেদন, সবজি বিক্রেতারা মেনে নিয়ে দোকান বন্ধ করার সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক বিজেপি কর্মীকে ধাক্কা মেরে ফেলে দেয় বলে অভিযোগ। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রায়গঞ্জ ডিপোর একটি বাস দাঁড় করিয়ে বনধ পালনের আহ্বান জানালে পুলিশ বেশ কয়েকজন বিজেপি কার্যকর্তাকে আটক করে রায়গঞ্জ থানায় নিয়ে এসেছে। এদিনের বনধকে কেন্দ্র করে শহর জুড়ে টহল দিতে থাকে বিশাল পুলিশ বাহিনী।

এছাড়াও মৃত কিশোরীকে ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশ এস.এস.টি এক্রোসিটি এ্যাক্ট ধারায় মামলা করায় রাজ্য সরকারের তরফ থেকে ক্ষতিপূরণ বাবদ ৮ লক্ষ ২৫ হাজার টাকা পরিবারের হাতে তুলে দেবেন। বৃহস্পতিবার রাজ্য সরকারের তরফ থেকে তা অনুমোদন করা হয়েছে। ইতিমধ্যে ৪ লক্ষ ১২ হাজার ৫০০ টাকা জেলা শাসকের হাতে পৌঁছে গেছে। শনিবার কালিয়াগঞ্জ বিডিও-র মাধ্যমে কিশোরীর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বাকি অর্ধেক টাকা খুব শীঘ্রই জেলা শাসকের কাছে পৌঁছে যাবে বলে জেলা শাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন।

উত্তর দিনাজপুর থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close