চাঞ্চল্যকর তথ্য উঠে এলো আই এন টি টি ইউ সি কমিটি গঠন নিয়ে। কিছু দিন আগেই আই এন টি টি ইউ সি জেলা কমিটি ও রায়গঞ্জ ব্লক ১ কমিটি ঘোষণা করা হয়। আই এন টি টি ইউ সি রায়গঞ্জ ব্লক ১ কমিটিতে এক্সিকিউটিভ মেম্বার হিসেবে জায়গা পেয়েছেন অনিমেষ পাল। এখান থেকেই শুরু বিতর্ক। অনিমেষ বাবু আদ্যোপান্ত আম আদমি পার্টির কর্মী। তার ফেসবুক প্রোফাইল সে কথাই বলছে। আজ তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন পঞ্চায়েত ভোটে তিনি আপ এর হয়েই প্রচারে নামবেন ও তিনি এই আই এন টি টি ইউ সি কমিটি সম্পর্কে কিছুই জানেন না।
আই এন টি টি ইউ সি ব্লক সভাপতি শৈলেন রক্ষিত কার্যত স্বীকার করে নেন সংগঠনের জেলা সভাপতি তাড়াহুড়োতে কমিটি ঘোষণা করতে গিয়ে কোথাও ভুল করেছে। তিনি এও বলেন বৃহস্পতিবার বেলা ৩টায় ব্লক কমিটি সংশোধন করে আবার ঘোষণা করা হবে।
অপর দিকে আই এন টি টি ইউ সি জেলা কমিটিতে স্থান পেয়েছেন সুমন গুপ্ত। তারও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় যেখানে তিনি আপ এর মিটিং করছেন। এই সম্পর্কে সংগঠনের জেলা সভাপতি শেখর দাস বলেন দুবছর আগে সুমন গুপ্ত আপ করলে তিনি জানেন না কিন্তু অনিমেষ বাবুর বিষয়ে তিনি সঠিক জানেন না।
যদিও শাসক দলের এই কমিটি ঘোষণা করায় যে বিড়ম্বনায় ফেলছে দলকে এটা বলাই বাহুল্য।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।