Sharod Samoy (Raiganj): টাইমস ফোর্টিন বাংলার বিচারে উত্তরের সেরা ৪

আরও পড়ুন

টাইম স্পোটিং বাংলা নিউজ চ্যানেলের বিচারের উত্তর দিনাজপুরের সেরা চারটি পুজো কমিটি পুরস্কৃত হয়েছে। এরা হল-রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীন, রুপাহার যুব সংঘ কালিয়াগঞ্জের নসিরহাট হরিহরপুর সর্বজনীন এবং টুঙ্গিদিঘির করণদিঘি ব্লক সর্বজনীন।
বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করে সংশ্লিষ্ট পুজোকমিটিগুলোকে পুরস্কৃত করা হয়।

সবকটি পূজা কমিটির কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেন টাইমস ফোর্টিন বাংলার তরফে সিনিয়র এডিটর উত্তম পাল। রায়গঞ্জের সুদর্শনপুর সর্বজনীনের তরফে স্মারক গ্রহণ করেছেন নয়ন দাস, রুপাহার যুব সংঘের পক্ষ থেকে সুব্রত রাহা, নাসিরহাট হরিহরপুর সর্বজনীনের পক্ষ থেকে সন্তোষ সরকার এবং করণদিঘী সর্বজনীন এর পক্ষ থেকে স্থানীয় বিধায়ক তথা পুজো কমিটি চেয়ারম্যান গৌতম পাল।

প্রতিটি পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে টাইম ফোর্টিন বাংলার পক্ষ থেকে সম্মানিত হয়ে তাদের দায়িত্ব আরও বাড়ল। আগামীদিনে তারা আরও বড় মাপের পুজোর আয়োজন করতে চান। পুরস্কারগুলি প্রদানে আর্থিক সহযোগিত করেছে রায়গঞ্জের সুদর্শনপুরের মারুতি মোটরস।

ফোর্টিন ওয়েব ডেস্ক, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close