বিশ্ব স্বাস্থ্য দিবস কে উদ্দেশ্য করে তাদের এই অভিযান জানান এক পড়ুয়া। আগামী কালে তারা রওনা দেবে কার্শিয়াঙের উদ্দেশ্যে। এদের মধ্যে কেউ বিজ্ঞান বিভাগের ছাত্র ,কেউ নক ক্যাডেড,কেউ বা কোলা বিভাগের ছাত্র তাদের কারো বাড়ি রায়গঞ্জ আবার কারো বাড়ি হেমতাবাদ। এদের মধ্যে কেউ ২য় সেমিস্টার কেউ ৩য় সেমিস্টারের পড়ুয়া। কিন্তু এদের সবার একটাই লক্ষ্য সুস্থ পরিবেশ গঠন যাতে সুস্থ জীবন যাপনের রসদ পাওয়া যায়। এছাড়াও সেবায় রক্তদানে উৎসাহ প্রদান ,পরিবেশ বাঁচাতে বৃক্ষ রোপন এবং নেশামুক্ত সমাজ গর্তে এমন অভিযান জানান পড়ুয়া। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় নিবন্ধক ডঃ দুর্লভ সরকার কুর্নিশ জানাই তাদের এই উদ্যোগকে। তিনি বলেন তাদের এই অভিযান সফল হোক। এতে সাধারণ মানুষ যদি সচেতন হয় তাহলে সমাজের মঙ্গল হবে। দলটির পক্ষে সুপ্রিয় রায় জানান যে আমরা ৫ ই এপ্রিল রায়গঞ্জ থেকে যাত্রা শুরু করি ৬ ই এপ্রিল ভোরে সেবকে পৌঁছায়।
সাইকেলে চেপে পাহাড়ে পা রাখলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ৬ জন পড়ুয়া
স্বাস্থ্যকে মাথায় রেখে পাহাড়ের পায়ে পা রাখলো রায়গঞ্জ শহরের পড়ুয়ারা
- Advertisement -