বিনামূল্যে চারাগাছ বিতরণের পর এবার গরিব মানুষকে সুদৃশ্য কম্বল বিতরণ করতে চলেছে ‘সবুজ বাগান’ নামের একটি সবুজপ্রেমী সংস্থা। আজ, বুধবার বিকেল চারটে নাগাদ রায়গঞ্জ মহাত্মা গান্ধী রোড-এ কম্বল বিতরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার স্রষ্টা রন্ত মিশ্র ‘টাইমস ফোর্টিন বাংলা’-কে এখবর জানিয়েছেন। তিনি বলেন- তার এই কাজে বহু মানুষ এগিয়ে এসেছেন। যাদের মধ্যে অগ্রণী সৈনিক হয়েছেন সৌরভ ঘোষ, তাঁর দান- ৪০০০ টাকা, এছাড়াও রীনা বসাক দিয়েছেন ১ হাজার টাকা, জয়ন্ত মন্ডল ৫০০ টাকা, রীতা রক্ষিত ৫০০ টাকা, শাশ্বতী মন্ডল ৫০০ টাকা, কপিল প্রাধয়ানী সংস্থার সদস্য না হয়েও দান করেছেন ২ হাজার টাকা, রন্তু মিশ্র স্বয়ং দিয়েছেন ১ হাজার টাকা, সোনাই শিকদার-১ হাজার টাকা, অনিতা মিশ্র দেড়শ টাকা, সঞ্জনা কর রায় ৫০০ টাকা, সঞ্জয় প্রাধয়ানী ২ হাজার ১০০ টাকা। গৌরাঙ্গ সাহা ৫০০ টাকা, মিতা নিয়োগী দিয়েছেন ২০০ টাকা।
শ্রী মিশ্র “টাইমস ফোর্টিন বাংলা”-কে আরও জানান- আগামীদিনে তিনি পশুদের উপকারের জন্য অগ্রণী ভূমিকা নিতে চান।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।