Uttar Dinajpur: আজ বিকেলে গরিবদের ১০০ কম্বল দিচ্ছে সবুজ বাগান

আরও পড়ুন

বিনামূল্যে চারাগাছ বিতরণের পর এবার গরিব মানুষকে সুদৃশ্য কম্বল বিতরণ করতে চলেছে ‘সবুজ বাগান’ নামের একটি সবুজপ্রেমী সংস্থা। আজ, বুধবার বিকেল চারটে নাগাদ রায়গঞ্জ মহাত্মা গান্ধী রোড-এ কম্বল বিতরণের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্থার স্রষ্টা রন্ত মিশ্র ‘টাইমস ফোর্টিন বাংলা’-কে এখবর জানিয়েছেন। তিনি বলেন- তার এই কাজে বহু মানুষ এগিয়ে এসেছেন। যাদের মধ্যে অগ্রণী সৈনিক হয়েছেন সৌরভ ঘোষ, তাঁর দান- ৪০০০ টাকা, এছাড়াও রীনা বসাক দিয়েছেন ১ হাজার টাকা, জয়ন্ত মন্ডল ৫০০ টাকা, রীতা রক্ষিত ৫০০ টাকা, শাশ্বতী মন্ডল ৫০০ টাকা, কপিল প্রাধয়ানী সংস্থার সদস্য না হয়েও দান করেছেন ২ হাজার টাকা, রন্তু মিশ্র স্বয়ং দিয়েছেন ১ হাজার টাকা, সোনাই শিকদার-১ হাজার টাকা, অনিতা মিশ্র দেড়শ টাকা, সঞ্জনা কর রায় ৫০০ টাকা, সঞ্জয় প্রাধয়ানী ২ হাজার ১০০ টাকা। গৌরাঙ্গ সাহা ৫০০ টাকা, মিতা নিয়োগী দিয়েছেন ২০০ টাকা।

শ্রী মিশ্র “টাইমস ফোর্টিন বাংলা”-কে আরও জানান- আগামীদিনে তিনি পশুদের উপকারের জন্য অগ্রণী ভূমিকা নিতে চান।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close