শারীরিক, সঙ্গে আর্থিক ও প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে এবারের মাধ্যমিক পরীক্ষায় অভূতপূর্ব ফল করেছেন রায়গঞ্জের মিলন পাড়ার বাসিন্দা চিরঞ্জিতা বোস। তার এই সাফল্যের কথা শুনতে পেয়ে তার বাড়িতে ছুটে যান রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। সঙ্গে ছিলেন সঞ্জয় মিত্র। কৃষ্ণবাবু তার বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বলে তার হাতে একটি ট্যাব, মিষ্টি-সহ পুস্পস্তবক তুলে দেন। তার এই সাফল্যে খুশি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী।
চিরঞ্জিতার বাবা চিন্ময় বোস পেশায় বেসরকারি গাড়ির চালক। মা গৃহবধূ। ছোট থেকেই শারীরিক প্রতিবন্ধকতায় আবদ্ধ হয়ে পরে চিরঞ্জিতা। স্বাভাবিকের তুলনায় তার উচ্চতা অনেকটাই কম। বাবার সামান্য আয়ে কোনও রকমে চলে সংসার। কিন্তু এর মাঝেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন চিরঞ্জিতা। করোনাকালে মনোযোগ সহকারে অনলাইন ক্লাসের পাশাপাশি স্কুলের শিক্ষিকা ও গৃহ শিক্ষকদের সহায়তায় এবারে মাধ্যমিকে ৮০ শতাংশের উপরে নম্বর পায় সে। তার প্রাপ্ত নম্বর ৫৬৩। ৪ টি বিষয়ে রয়েছে লেটার মার্কস।
এদিন তার বাড়ির থেকে বেরিয়ে কৃষ্ণবাবু বলেন, আগামীদিনে চিরঞ্জিতা আই এস হতে চায়। তার জন্য আমার শুভেচ্ছাবার্তা জানাচ্ছি। আগামীতে চিরঞ্জিতার পাশে থাকার আশ্বাস দেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী।
অন্যদিকে, চিরঞ্জিতা বোস জানিয়েছেন, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী আমাকে একটি ট্যাব দিয়ে আগামীতে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি আমার এই পাশে থাকায় আমি খুব খুশি বলে জানান তিনি।