Uttar Dinajpur: বিদ্যাচক্রের ৭৫ বছর পূর্তির প্রাক প্রস্তুতি রবিবার

আরও পড়ুন

রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র স্কুলের ৭৫ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৬ জুলাই, বৃহস্পতিবার। উৎসবকে পূর্ণাঙ্গ রূপ দিতে ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত সামাজিক মাধ্যমে একটি চিঠি প্রকাশ করে সকলের কাছে আবেদনে বলেছেন-অনুষ্ঠানটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে আগামী ১৯ ফেব্রুয়ারি, রবিবার বেলা তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে যাদেরকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে, তারা হলেন- বর্তমান,প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা,শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্র-ছাত্রী বর্তমান পরিচালন সমিতি ও অভিভাবক প্রতিনিধি সেইসঙ্গে শুভানুধ্যায়ীদের সকলকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। উদ্দেশ্য, প্লাটিনাম জুবিলি উদযাপন করতে একটি পূর্ণাঙ্গ রূপরেখা প্রণয়ন করা।
বিদ্যালয়ের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ নিয়ে পৃথক উন্মাদনা তৈরি হয়েছে। সকলেরই আশা- রায়গঞ্জের স্বনামধন্য এই প্রতিষ্ঠানটির ৭৫ বছর পূর্তি উৎসব সাফল্যের মুখ দেখবে।

রায়গঞ্জের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র ঘুরে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close