Raiganj : মুখ্যমন্ত্রীর কাছে উপহার পেয়ে সম্মানিত সুমন, উজ্জীবিত পড়ুয়ারাও

আরও পড়ুন

সোমবার কলকাতার বিশ্ব বাংলা মেলাপ্রাঙ্গণ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সম্মানিত হলেন রায়গঞ্জের কসবা এম এম হাই মাদ্রাসার ছাত্র সুমন সরকার। ওই মেলা প্রাঙ্গনে রাজ্যস্তরের শিক্ষক দিবস পালনের পাশাপাশি রাজ্য সেরাদের সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ল্যাপটপ, হাতঘড়ি, বেশ কিছু মূল্যবান বই ফুলের তোরা এবং একটি মানপত্র পেয়েছেন সুমন।

প্রসঙ্গত, সুমন ক’দিন আগে প্রকাশিত মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষায় এরাজ্যে অষ্টম স্থান দখল করেছেন। সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হল- সুমন অমুসলিম ছাত্র হয়েও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম ১০ এ স্থান পেয়েছেন। সুমনের এমন ফলাফলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রাব্বানী সহ সকলেই যার পর নাই খুশি।

উল্লেখ্য,সুমন বর্তমানে হেমতাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান শাখায় একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন।
অন্যদিকে সুমন কলকাতায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে সম্মানিত হওয়ার খবর জানার পর তার পুরনো স্কুল কসবা এম এম হাই মাদ্রাসাতেও সুমনকে সম্মানিত করার বিষয়টি ভেবে রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী সহ বাকিরা। যেমন ভাবনা তেমন কাজ, মঙ্গলবার সুমন রায়গঞ্জে নামমাত্র তাকে আজকের অনুষ্ঠানের কথা জানানো হয়। রাজি হয়ে যান সুমনও।

পরবর্তীতে দুপুরে কসবা হাই মাদ্রাসার সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- ইলতুতমিস নেয়ার, দেবব্রত বর্মন, জয়দেব দাস, ইসমাতারা খাতুন, মোফাজ্জল হোসেন, রেজাউল হক, মদন কুমার মোদক, প্রণব রঞ্জন ঘোষ, শরিফা খাতুন, এখলাক হোসেন, মধুমিতা দেবনাথ, স্বর্ণালী চট্টোপাধ্যায়, অর্পিতা দাস (বর্মন), এস এস এস এ আলম, ফারজানা আখতার চৌধুরী, নীরেন্দ্রনাথ সাহা, মানিক রঞ্জন রায়, লালচাঁদ আলি, আলাউদ্দিন চৌধুরী, রঞ্জিত সরকার, আনসার আলি, লক্ষ্মী বর্মন প্রমুখ। পাশাপাশি বিদ্যালয়ের অসংখ্য ছাত্র-ছাত্রীদের এদিনের সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিল লক্ষ্য করার মতো।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম রব্বানী বলেন, সুমন সরকারের মতো ছাত্ররা আমাদের বিদ্যালয়ের মূল্যবান সম্পদ। আগামীদিনে আরও ছাত্র-ছাত্রী এই বিদ্যালয় থেকে উল্লেখযোগ্য ফলাফল করলে তবেই আমাদের সম্মান-প্রদান অনুষ্ঠান সার্থক হবে, এই বিদ্যালয়ের সঙ্গে জড়িত সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দের শ্রমদানও সফলতা পাবে।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close