Raiganj : পোর্টাল খারাপ, তথ্য আদান-প্রদান না করায় সমস্যায় শিক্ষক-শিক্ষিকারা

আরও পড়ুন

সরকারি পোর্টাল মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাওয়ায় স্কুলের মিড-ডে মিলের ছাত্রছাত্রীদের তালিকা বিডিও অফিসে পাঠানো যাচ্ছে না বলে অভিযোগ। উত্তর দিনাজপুরের শহর-সহ প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রাথমিক স্কুল কর্তৃপক্ষও এমন বিষয় নিয়ে চরম ভোগান্তির শিকার। সঙ্গে সরকারি পোর্টালে নথিভুক্ত না হওয়ার কারনে সেই দিনের মিড-ডে মিলের প্রাপ্য টাকা পাচ্ছেন না স্কুল কর্তৃপক্ষ। ফলে, নিজেদের টাকা খরচ করে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিল খাওয়াতে বাধ্য হচ্ছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। সমস্যার কথা স্বীকার করে নিয়ে দ্রুত তা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে জানিয়েছেন রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল।

স্কুলছুট আটকাতে মিড-ডে মিল প্রকল্পের মাধ্যমে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের দুপুরের মধ্যাহ্নভোজের ব্যাবস্থা করেছে সরকার। প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে দৈনিক কতজন ছাত্রছাত্রী মিড-ডে মিলের আহার গ্রহণ করছে তার তালিকা ব্লক প্রশাসনের কাছে পাঠাতে হয়। প্রশাসনের নির্দিষ্ট পোর্টালে এবং হোয়াটসঅ্যাপ মেসেজও পাঠাতে হয়। তালিকা পাওয়ার পরই সেদিনের মিড ডে মিলের টাকা বরাদ্দ করে ব্লক প্রশাসন। কিন্তু, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সদর, রায়গঞ্জ ব্লক-সহ বিভিন্ন ব্লকের প্রায় সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলির শিক্ষক- শিক্ষিকাদের অভিযোগ, মাঝেমধ্যেই বন্ধ হয়ে থাকছে ব্লক প্রশাসনের মিড ডে মিলের পোর্টাল। ফলে, প্রতিদিন সেই তালিকা পাঠাতে পারছেন না শিক্ষক- শিক্ষিকারা। এমনকি পরের দিন আগের সেই তালিকা পোর্টাল গ্রহণও করছে না। পোর্টালে আপলোড না হওয়ায় সেদিনের মিড ডে মিলের টাকা পাচ্ছে না স্কুলগুলি। নিজেদের পকেট থেকেই দিতে হচ্ছে মিড-ডে মিলের খরচ।

স্কুলগুলির এই সমস্যা নিয়ে সিপিএমের প্রাথমিক শিক্ষক সংগঠন এবিপিটিএ’র সহ-সম্পাদক ধ্রুব পাল জানিয়েছেন- দীর্ঘদিন ধরেই মিড ডে মিলের পোর্টাল আপলোড নিয়ে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ সমস্যায়” ভুগছেন। প্রশাসন এই ব্যাপারে সদর্থক কোনও পদক্ষেপ নিচ্ছেনা।

যদিও, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন- সমস্যা হলেও শিক্ষকদের পকেট থেকে টাকা যাচ্ছে এটা ভুল কথা। কেননা পোর্টালে না গেলেও ম্যানুয়ালে মিড ডে মিলের তালিকা পাঠানো হয় এবং ব্লক প্রশাসন টাকাও বরাদ্দ করে। স্কুলের মিড-ডে মিলের তালিকা পোর্টালে আপলোড করার সমস্যার কথা স্বীকার করে নিয়েছে রায়গঞ্জ ব্লক প্রশাসন।

এবিষয়ে, রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল জানিয়েছেন- খুব দ্রুত এই সমস্যা সমাধানের উদ্দেশ্যে উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close