কালিয়াগঞ্জের ঘটনায় ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধ ডাকল বিজেপি। রায়গঞ্জে এই বনধের কথা ঘোষনা করেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। রাধিকাপুর বিজেপি কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে ধর্ণায় বসেছিলেন দেবশ্রী চৌধুরী। বেলা চারটা নাগাদ বৃষ্টির জন্য ধর্ণা তুলতে বাধ্য হন। বৃষ্টির কারনে ধর্ণা প্রত্যাহার করলেও শুক্রবার উত্তরবঙ্গে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছেন।
সাংসদ দেবশ্রী চৌধুরী জানিয়েছেন,রাজবংশী এবং আদিবাসিদের উপর লাগাতর অত্যাচারের প্রতিবাদ জানাতেই বিজেপি এই বনধের ডাক দিয়েছে। বিজেপি কর্মীরা বনধের সমর্থনে রাস্তায় নামবে না। মানুষকেই এই অত্যাচারের প্রতিবাদ জানাতে সতস্ফুর্ত বনধ পালন করতে হবে। এই বনধের জন্য মানুষকে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হবে। তারজন্য তিনি উত্তরবঙ্গ বাসির কাছে ক্ষমা চেয়ে নেন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।