Uttar Dinajpur : চুরির ঘটনার বয়ানে অসঙ্গতি পাওয়ায় আটক ব্যবসায়ী নিজেই

আরও পড়ুন

দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের ১২ নম্বর বড়ুয়া অঞ্চলের কাশিবাটি এলাকার একটি সোনার দোকানে। বুধবার সকালে দোকান খুলেই আতঙ্কিত হয় পড়েন দোকানদার শ্যামল বিশ্বাস। মঙ্গলবার রাতে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার সোনা-সহ বিভিন্ন দামি অলংকার খোয়া যায় বলে দাবি করেন তিনি ও তার পরিবারের সদস্যরা। এমন ভয়াবহ চুরি এর আগে কখনোই ওই এলাকায় হয়নি বলে রীতিমত আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের দাবি, দেওয়াল ফুটো করে দোকান থেকে জিনিসপত্র চুরি করা হয়েছে।

এরকম পরিস্থিতিতে এমন দুঃসাহসিক চুরির তদন্তে নামে রায়গঞ্জ থানার পুলিশ। দোকানদারের বয়ানে অসঙ্গতি থাকায় তাকেই আটক করে পুলিশ। তাদের দাবি, সিসিটিভি ফুটেজে দোকান বন্ধের সময় শোকেসে কিছুই ছিল না। দোকান মালিক জেরায় বলেছেন, শোকেসে শুধুমাত্র ২৫০ গ্রাম রুপার গয়না ছিল। তবে এখনও জেরা চলছে।

রায়গঞ্জের কাশিবাটি থেকে প্রবল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close