টেট দিতে আসা পরীক্ষার্থীর দুগ্ধপোষ্য শিশুকে কোলে রেখে প্রার্থীকে পরীক্ষায় বসালেন সিভিক ভলান্টিয়ার। মানবিকতার নিদর্শন আর কাকে বলে! রবিবার মহিলা সিভিক ভলান্টিয়ারের মাতৃত্বের রূপ দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের সামনে। এক সদ্যজাত শিশুর মা পরীক্ষার্থী হিসেবে পরীক্ষাকেন্দ্রে টেট পরীক্ষা দেওয়ায় সে বাইরে তার বাবার কাছে কান্নাকাটি করতে থাকে। তাকে ওইভাবে কান্নাকাটি করতে দেখে নিজের কোলে তুলে নেন মহিলা সিভিক ভলান্টিয়ার লক্ষ্মী দাস।
প্রসঙ্গত, রবিবার সকালে রাজ্যজুড়ে শুরু হয় টেট-২০২২ পরীক্ষা। রবিবার অন্যান্য জেলার মতোই রায়গঞ্জেও কড়া নিরাপত্তার মধ্যেই পরীক্ষা শেষ হয়। এদিন সিভিক ভলান্টিয়াদের কড়া নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা সত্ত্বেও মানবিকতার পরিচয় দিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার লক্ষ্মী দাস। রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে এক পরীক্ষার্থী তার এক সদ্যজাত শিশু ও স্বামীকে নিয়ে পরীক্ষা দিতে আসেন। তিনি পরীক্ষাকেন্দ্রের ভিতরে পরীক্ষা দিতে চলে যাওয়ায় তার স্বামী সেই শিশুটিকে সামলাচ্ছিলেন। কিছুক্ষণ পর থেকেই শিশুটি তার মা’কে না দেখতে পাওয়ায় কান্নাকাটি করতে থাকে। এরপর মহিলা সিভিক ভলান্টিয়ার লক্ষ্মীদেবী তাকে নিজের কোলে নিয়ে নেওয়ায় সেই শিশুটি চুপ হয়ে যায়। বেশ অনেকক্ষণই তার কাছেই থাকে শিশুটি। তার এমন সাহায্যে ধন্যবাদ জ্ঞাপন করেন পরীক্ষার্থীর স্বামী।
রায়গঞ্জের মোহনবাটি উচ্চ বিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।