সাপে কেটে মৃত্যু হল একটি এক বছরের শিশুর। মৃতার নাম শম্পা নাগবংশী। বয়স মাত্র এক বছর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের লক্ষনীয় এলাকায়। এদিন রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে ওই নাগবংশী পরিবার। আচমকা রাত বারোটা নাগাদ শিশুটির চিৎকারে তাদের ঘুম ভেঙে যায়। তারা উঠে দেখেন, তাদের এক বছর বয়সী মেয়ে শম্পাকে বা কানের পাশে সাপে ছোবল দিয়েছে। সেই সময় পরিবারের সদস্যরা তড়িঘড়ি শম্পাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অ্যান্টি ভেনাম ইনজেকশন দেওয়ার জন্য নিয়ে আসেন। কিন্তু, কর্তব্যরত চিকিৎসকেরা শম্পা নাগবংশীকে দেখেই (Brought Dead) মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার কথা চাউর হতেই শোকের ছায়া নেমে এসেছে পরিবার-সহ সমগ্র এলাকায়।
রায়গঞ্জ থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।