Raiganj : দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ায় কর্মবিরতী তুলে নিলেন কর্মচারীরা

আরও পড়ুন

চেয়ারম্যানের কাছ থেকে বেতন বৃদ্ধি-সহ অন্যান্য দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর রায়গঞ্জ পুরসভায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী তুলে নিলেন স্থায়ী ও অস্থায়ী কর্মচারীরা। সোমবার থেকে পুনরায় পুরসভার সার্বিক পরিষেবার কাজে যোগ দেন আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা। ফলে স্বাভাবিক ছন্দে ফিরে আসে রায়গঞ্জ পুরসভার পুর পরিষেবা।

প্রসঙ্গত, বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবিতে গত শনিবার সকাল থেকেই পুরসভার সামনে প্রায় সমস্ত অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ আন্দোলনের পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছিল অস্থায়ী কর্মীরা। এই অস্থায়ী পুর কর্মীরাই দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত হচ্ছেন। যা বেতন দেওয়া হচ্ছে তা দিয়ে এই দুর্মূল্যের বাজারে সংসার প্রতিপালন করা সম্ভব নয়। এর আগে বহুবার পুরসভার পুরপিতার কাছে অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে আই এন টি টি ইউ সি পরিচালিত পশ্চিমবঙ্গ পুরকর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিল। তারা ডেপুটেশন দেওয়ার পরেও কোনও কাজ না হওয়ায় শনিবারে রায়গঞ্জ পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন এবং কর্মবিরতি চালাতে থাকেন। পরে পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস সহ সমস্ত কাউন্সিলর সঙ্গে বৈঠকের পরে তাদের দাবিদেওয়া গুলি পুরণের প্রতিশ্রুতি দেয় পুরসভা কর্তৃপক্ষ। রায়গঞ্জ পুরসভার পুরপিতা সন্দীপ বিশ্বাসের কাছ থেকে দাবি পুরণের আশ্বাস পাওয়ায় আন্দোলন তুলে নেন তারা।

 

Fourteen Time Line, Raiganj, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close