Raiganj : অংক নিয়ে গবেষণা করে বিজ্ঞানী হওয়ার ভাবনা অনিন্দ্য-র

আরও পড়ুন

মাধ্যমিকে এবারেও সাফল্যের নজির গড়ল উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহর। রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অনিন্দ্য সাহা ২০২২ সালের মাধ্যমিকে পঞ্চম স্থান দখল করে রাজ্যে রায়গঞ্জের মান বৃদ্ধি করল। বরাবরই মেধাবী ছাত্র অনিন্দ্য ৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান দখল করেছেন। তাঁর এই সাফল্যে খুশী অনিন্দ্য ও তাঁর পরিবার।

রায়গঞ্জ শহরের বৈদ্যুতিক সামগ্রী বিক্রির ব্যবসায়ী অসীম সাহা এবং গৃহবধূ মা বর্ণালী সাহার বড় ছেলে অনিন্দ্য। একটি ছোট ভাইও রয়েছে অনিন্দ্যর। ২০২০ -২১ সাল অতিমারি করোনার সময়ে একদিকে যেমন বাবা অসীম সাহার ব্যাবসা নষ্ট হয়েছে, ঠিক তেমনি বিদ্যালয় বন্ধ থাকায় অফলাইনের বদলে অনলাইনে লেখাপড়া করতে হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অনিন্দ্যকে। অসুবিধা হলেও অধ্যাবসায় ও একাগ্রতার জোড়ে মাধ্যমিকে ভালো ফল করার আশা ছিল রায়গঞ্জের সুদর্শনপুরের সারদা বিদ্যামন্দির স্কুলের ছাত্র অনিন্দ্য সাহার। তার ভাবনায় ছিল ৬৮০ থেকে ৬৮২ নম্বর । তবে ৬৮৯ নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করায় সে খুশি। এই সাফল্য সম্পূর্ণভাবে তাঁর বাবা-মায়ের অনুপ্রেরণাতেই সম্ভব হয়েছে বলে জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষকদের ঐকান্তিক সহযোগিতা পেয়েছেন তিনি। আর পাঁচটা কৃতি ছাত্র-ছাত্রীদের মতো ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হতে চাননা অনিন্দ্য, ভবিষ্যতে অঙ্ক বিষয় নিয়ে গবেষণা করতে চান অনিন্দ্য। বিজ্ঞানী হওয়ার স্বপ্ন তার চোখে-মুখে। এ বিষয়ে অনিন্দ্য কি বললেন শুনব-

অনিন্দ্যর সাফল্য কামনায় ‘টাইমস ফোর্টিন বাংলা’ এবং তার দর্শকেরাও।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close