Raiganj: মেয়ের উচ্চশিক্ষার জন্য কাপড়ের ব্যাগ বানিয়ে চলেছেন মা

আরও পড়ুন

সন্তানের জন্য জন্মদাত্রী মা সব কিছুই করতে পারেন। ছোট থেকে বড় কোনও কাজই তাঁর কাছে সংকোচের মনে হয় না। ‘টাইমস ফোর্টিন বাংলা‘-র ক্যামেরায় ধরা পড়ল এমনই এক মায়ের মেয়ের উচ্চশিক্ষার জন্য লড়াই যিনি মেয়েকে পড়ানোর জন্য বিশেষ ধরনের কাপড়ের ব্যাগ তৈরি করছেন। তার কাছে সংসারট চলবে কালের নিয়মে কিন্তু মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্যই তিনি এমন ব্যাগ তৈরি করে দোকানে দোকানে বিক্রি করে চলেছেন নির্দ্বিধায়। যেনও মেয়ের লেখাপড়ার ক্ষেত্রে কোনও ব্যাঘাত না ঘটে। মা রাসমণি রাজবংশীর বাড়ি রায়গঞ্জের দেবীনগরের কান্তনগরে। তিনি জানিয়েছেন, সংসার প্রতিপালনের জন্য তিনি এই কাজ করছেন না। তিনি তার মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যেই এই কাজটি করে চলেছেন। বরাবর পুজোর আগে তিনি অনেক কাজ পেতেন। কিন্তু গত দু’বছর করোনা মহামারীর কারনে এই কাজে একটু ভাটা পড়েছে তার। লাভের মুখ তেমনভাবে দেখে উঠতে পারেনি, তাই চলতি বছর লাভের আশার মুখ চেয়ে বসে আছেন রাসমণিদেবী। এবছর করোনা মহামারী নেই বললেই চলে। তাই তিনি চলতি বছরেই দিনরাত এক করে ব্যাগ তৈরি করে মোটা অঙ্কের লাভ ঘরে তুলতে চান বলে আশাবাদী রাসমণি। সেই লভ্যাংশের টাকা দিয়েই মেয়ের পড়াশুনোর খরচ চালাবেন বলে তিনি এই প্রতিবেদককে জানিয়েছেন জানিয়েছেন।

ক্যামেরায় বিশ্বর সঙ্গে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close