Raiganj : একই পরিবারের দুই গৃহবধূর রহস্য মৃত্যুতে উন্মাদনা শহরে

আরও পড়ুন

একই পরিবারের দুই গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জের শ্রীকৃষ্ণ গোশালার পূর্ব দিকের জনপদ পালপাড়ায়। মৃত দু’ই গৃহবধূর নাম সুজাতা কর্মকার (সরকার) (৩৫ ) স্বামী সুমন সরকার এবং বর্ণালী রায় (সরকার) (৩২) স্বামী সুজন সরকার। এই দুই গৃহবধূর বাড়ি যথাক্রমে রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জে। পাশাপাশি দুই গৃহবধূর শশুরবাড়ি চাকুলিয়া থানা এলাকায়। প্রায় দু’বছর যাবৎ এই এলাকায় ভাড়া থাকতেন সরকার পরিবার। মৃতারা সম্পর্কে দুই জা। বড় ভাই সুজন সরকার রাজগ্রাম হাইস্কুলের শিক্ষক। মেজ ভাই সুমন সরকার হাতিয়া হাইস্কুলে শিক্ষকতা করেন। ছোট ভাই বিজন সরকার মুদি দোকানদার। তারা রায়গঞ্জের পালপাড়ায় একটি বাড়িতে দু’বছর যাবৎ ভাড়া রয়েছেন। বুধবার সন্ধেবেলায় একই পরিবারের দু’ই গৃহবধূর আত্মহত্যার খবর ছড়ালে কৌতূহলী মানুষ ভিড় করেন সরকার পরিবারের ভাড়া বাড়িতে। সেখানে গিয়ে দেখা যায়-দু’ই গৃহবধূর নিথর দেহ একটি বিছানায় পাশাপাশি পড়ে আছে। তাদের মুখে কালশিটে রয়েছে, গলাতেও রয়েছে কালো দাগ বলে অভিযোগ। স্থানীয় মানুষেরা দুই গৃহবধূকেই খুন করে ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ এনেছেন মৃতাদের স্বামীদের বিরুদ্ধে। দ্রুত খবর পেয়ে রায়গঞ্জ থানার আই সি সৌরভ সেন, ডিএসপি- সহ রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। মৃতা দুই গৃহবধূর পরিবারের সদস্যদের আসা পর্যন্ত পুলিশ অপেক্ষা করছে। এরপর তাদের দেহগুলি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানা গেছে।

অন্যদিকে মৃতা এক গৃহবধূর নিকটাআত্মীয় উৎপল সাহা কি জানিয়েছেন শুনুন –

মৃতা গৃহবধূ বর্ণালীর বোন কি জানিয়েছেন শুনব –

মৃতা গৃহবধূ বর্ণালীর বাবা কি জানিয়েছেন শোনাব –

রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার কি বলেছেন শোনাব –

রায়গঞ্জের পালপাড়া থেকে শুভম সরকারের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close