Raiganj: নাটক ‘আস্ত একটা দেশের গল্প’ মঞ্চস্থ হল

আরও পড়ুন

মঙ্গলবার সন্ধ্যায় রায়গঞ্জের ছন্দম নাট্যমঞ্চে মঞ্চস্থ হ’ল স্থানীয় বিবেকানন্দ নাট্যচক্রের নাটক ‘আস্ত একটি দেশের গল্প’। ওয়েস্টবেঙ্গল সার্ভে এন্ড ড্রয়িং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা ৭১-৭২ তম রাজ্য সম্মেলনের আয়োজন করেন। মঙ্গলবার, ১৫ জুন সংশ্লিষ্ট সংগঠনের রাজ্য সম্মেলন শুরু হলেও চলবে ১৬ জুন, বুধবার পর্যন্ত। জাতি ধর্ম নিবিশেষে ঐক্যের বার্তা দেওয়া হয় এই অনুষ্ঠানের শুরতেই।

রায়গঞ্জের বিবিডি মোড়ে একটি তোরণ নির্মাণ করেন সংগঠনের সদস্যরা। প্রবেশপথেই লেখা ছিল কমরেড অজয় মাইতি অমর রহে।

এদিনের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পিয়ালী চক্রবর্তী, এছাড়াও চলে আবৃত্তি, গিটার এবং নৃত্যানুষ্ঠানও । অনুষ্ঠানের আয়োজকরা ছন্দম নাট্যমঞ্চকে কমরেড তুলসী দস্তিদার মঞ্চ হিসেবে নামকরণ করেন। পাশাপাশি রায়গঞ্জকে কমরেড অজয় মুখোপাধ্যায়ের নামে রাখা হয়। স্থানীয় বিবেকানন্দ নাট্যচক্র পরিবেশিত নাটক ‘আস্ত একটি দেশের গল্প’ দর্শকদের হৃদয় কেড়েছে । মোটের ওপর এদিনের রাজ্যে সম্মেলন দৃষ্টিনন্দন হয়েছে।

রায়গঞ্জের ছন্দম মঞ্চ থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close